আমীরে জামায়াত

2023-11-03

বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গোটা দেশটাকেই আজ এক বৃহৎ কারাগারে পরিণত করা হয়েছে

-অধ্যাপক মুজিবুর রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর অধ্যাপক রাজিউদ্দিন আহমাদ, কুষ্টিয়া শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইউনুস আলী এবং ঠাকুরগাঁও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি বদিউল আলমকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৩ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “সরকার বিরোধী চলমান আন্দোলন বানচাল করার হীন উদ্দেশ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর অধ্যাপক রাজিউদ্দিন আহমাদ, কুষ্টিয়া শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইউনুস আলী এবং ঠাকুরগাঁও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি বদিউল আলমকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলনে মুক্তিকামী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশেহারা হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মীকে সরকার বেআইনিভাবে গ্রেফতার করেছে। এভাবে নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জনগণের আন্দোলন অতীতে যেমন দমন করা যায়নি, তেমনি বর্তমানেও যাবে না। আমি সরকারের এই সব জুলুম-নির্যাতন ও অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, স্বৈরাচারী জালেম সরকার বিরোধীমতের সমালোচনা সহ্য করতে রাজি নয়। সরকার দুর্নীতি ও লুটপাটের অবাধ লাইসেন্স দিয়েছে। কিন্তু জনগণকে তা বলতে দিচ্ছে না। ভয় দেখিয়ে উচ্চকণ্ঠ রুদ্ধ করা হয়েছে। দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। জনসমর্থনহীন জালেম সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। গোটা দেশটাকেই আজ এক বৃহৎ কারাগারে পরিণত করা হয়েছে। সারাদেশের মানুষ মানবেতর জীবন যাপন করছে। এ অবস্থায় কোনো দেশ চলতে পারে না।

অবিলম্বে জুলুম-নির্যাতন, গ্রেফতার-হয়রানি বন্ধ করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ বিএনপি এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি এবং জামায়াতে ইসলামী আহুত টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।”