আমীরে জামায়াত

2023-10-31

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ

-অধ্যাপক মুজিবুর রহমান

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৩১ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই। ২৯ অক্টোবর রবিবার রাত পৌণে ১২টার দিকে রাজশাহীর লক্ষ্মীপুরে চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে ডা. গোলাম কাজেম আলী (৪২) এবং একই দিন রাত ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকায় হোমিও চিকিৎসক এরশাদ আলী দুলালকে (৪৫) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ সকল ঘটনা প্রমাণ করে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। আমি এই নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।

তিনি বলেন, দেশে আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কিছু নেই। দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। সারা দেশে চরম সামাজিক অস্থিরতা বিরাজ করছে। এগুলো দেশে ন্যায় বিচার না থাকার কুফল। মানুষকে নৃশংসভাবে হত্যার এ সব ঘটনা দেশের নাগরিদের ভাবিয়ে তুলছে। সহনশীলতা ও মানবিক আচরণের পরিবর্তে হাতে আইন তুলে নেয়ার প্রবণতা খুবই উদ্বেগজনক। সমাজ বিজ্ঞানীদের মতে, আইনের শাসন না থাকলে অপরাধ প্রবণতা বেড়ে যায়।

আমি মানুষের জানমাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা বিধান এবং আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রাজশাহীতে নিহত দু’জন চিকিৎসকের রূহের মাগফিরাত কামনা করছি ও তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”