আমীরে জামায়াত

2023-08-19

জুলুম-নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলন কখনো দমানো যায়নি, ভবিষ্যতেও যাবেনা

-অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামের পক্ষে গণজোয়ার দেখে সরকার বেসামাল হয়ে পড়েছে। তারা গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করে জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর আবেগাপ্লুত মানুষের শেষ দাবি উপেক্ষা করে তাদের ওপর গুলি বর্ষণ করা হয়েছে। জুলুম-নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলন কখনো দমানো যায়নি, ভবিষ্যতেও যাবেনা, ইনশাআল্লাহ।

১৯ আগস্ট শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার ভার্চুয়ালি কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন। জেলা আমীর অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সর্ব মহল থেকে কেয়ারটেকার সরকারের দাবি উঠেছে। তিনি অবিলম্বে এ দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

আমীরে জামায়াত কর্মীদের উদ্দেশে তিনটি কাজে অধিক গুরুত্ব আরোপ করে বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ গঠন জামায়াতের প্রধান কাজ। তাই ব্যক্তিগত জীবনকে স্বচ্ছ ও গোছালো করার জন্য নিয়মিত ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করা, কুরআন-হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং সকল বৈঠকে নিয়মিত উপস্থিত হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর পূর্ব সাংগঠনিক জেলার আমীর মাস্টার নুরুন নবী, কুরআনের দারস পেশ করেন যশোর পশ্চিম সাংগঠনিক জেলার আমীর মাওঃ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলার নায়েবে আমীর বেলাল হোসাইন, সেক্রেটারি গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস প্রমুখ।