আমীরে জামায়াত

2023-08-18

জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আবদুল খালেককে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আবদুল খালেককে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৮ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, পুলিশ ১৮ আগস্ট শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার পৈত্রিক বাড়ির ঢলবাড়ি মসজিদ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আবদুল খালেককে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযায় বাধা দেয়া হয়েছে। কয়েক শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি মুহাদ্দিস আবদুল খালেকের গ্রেফতারের এবং স্বৈরাচারী জালেম সরকারের এইসব অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, সরকার গত ১৫ বছর যাবত জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর যে জুলুম, নির্যাতন চালিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে, তারই অংশ হিসেবে মুহাদ্দিস আবদুল খালেককে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। এভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর জুলুম ও নির্যাতন চালিয়ে অতীতে যেমন কোনো সরকারই ক্ষমতায় আঁকড়ে থাকতে পারেনি, তেমনি বর্তমান জালেম সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

অবিলম্বে জুলুম-নির্যাতন, গ্রেফতার ও হয়রানি বন্ধ করে মুহাদ্দিস আবদুল খালেকসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের আটককৃত সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”