আমীরে জামায়াত

2023-06-25

গাইবান্ধা জেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া ভোট সুষ্ঠু হওয়া সম্ভব নয়

-অধ্যাপক মুজিবুর রহমান

জিলহজ্ব মাসের ১ম দশদিনের ইবাদতে জিহাদের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এই দশ দিন বেশি বেশি ইবাদত করতে হবে। আমাদের জীবনের সব দিক দিয়েই আল্লাহর প্রিয় গোলাম হতে হবে এবং রাসূল (সা) এর বাস্তব অনুসারী হতে হবে। আমরা যা শুনবো তা মানবো এটা ইসলামের দাবী। জীবনের পুরো সময় জুড়েই আল্লাহর ইবাদতে সময় দিতে হবে। সমাজের মন্দ কাজকে ভালো কাজ দিয়ে পরিবর্তন করতে হবে। ন্যায় প্রতিষ্ঠা করে অন্যায়কে প্রতিহত করতে হবে।

২৫ জুন রবিবার গাইবান্ধা জেলা আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের সঞ্চালনায় জেলা কর্মী সম্মেলন (পুরুষ)-২০২৩ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত আমীরে জামায়াত ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াতের মত একটি হক্বপন্থী দলে সম্পৃক্ত হতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল-হামদু লিল্লাহ। মাল ও জান দিয়ে ইক্বামাতে দ্বীনের কাজ করতে হবে। জীবন মানে সময়ের সমষ্টি। তাই যথাযথ সময় দানের মাধ্যমেই এই দায়িত্ব পালন করতে হবে। আমাদের জান ও মাল তো আল্লাহর নিকট বিক্রি হয়ে আছে। এই উপলব্ধি থেকেই সংগঠনকে সময় দিতে হবে। গাইবান্ধা জেলা ইসলামী আন্দোলনের ঊর্বর ভূমি। হক্ব আদায় করে এ ভূমিকে কাজে লাগানোর দায়িত্ব আপনাদের।

তিনি বলেন, কুরআনের আইন দেশে কায়েম না হলে যাকাত ভিত্তিক ও সুদমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে সরকার জনগণকে কষ্ট দিচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ না করে সরকার জনগণকে কষ্ট দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, কেয়ারটেকার সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এই উপলব্ধি থেকেই আওয়ামীলীগ জামায়াতকে সাথে নিয়ে কেয়ারটেকার সরকারের দাবীতে আন্দোলন করেছে। অথচ সেই আওয়ামীলীগ ক্ষমতার মোহে এবং নিজেদের স্বার্থে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করেছে। ফলে হাসিনার দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। আমরা বলতে চাই, নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া ভোট সুষ্ঠু হওয়া সম্ভব নয়। আগামী সংসদ নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, ইসলামী আন্দোলনের তিনটি মৌলিক কাজ-দাওয়াত, সংগঠন ও প্রশিক্ষণ। এটি হলো কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার আন্দোলন। মুমিনদের কুরআনে বর্ণিত গুণ অর্জন করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের নির্ভীক হতে হবে। কথা ও কাজের মিল থাকতে হবে। জনদরদি হতে হবে ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহাবুুবুর রহমান বেলাল, গাইবান্ধা জেলার সাবেক আমীর ডা. আব্দুর রহীম সরকার, জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ ও অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সেক্রেটারী মাওলানা জহুরল হক সরকার, জেলা মজলিসে শূরা সদস্য সদ্য কারামুক্ত জননেতা মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি নোমান আব্দুল্লাহ ও সাবেক জেলা আমীর ও সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজ (রাহিমাহুল্লাহ) এর বড় ছেলে ইঞ্জিনিয়ার মোঃ মোফাখ্খারুল ইসলাম। দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা নায়েবে আমীর ডক্টর মুহাদ্দিস এনামুল হক। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদসহ উপজেলা আমীরগণ।