আমীরে জামায়াত

2022-12-14

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে জঙ্গি সংশ্লিষ্টতার অপবাদ দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার হীন প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৪ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশবাসীর নিকট একজন উদার, গণতন্ত্রমনা, মানবদরদী ও পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে পরিচিত। কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে এমন একজন ক্লিন ইমেজের ব্যক্তির বিরুদ্ধে জঙ্গিবাদের অপবাদ দেওয়ার বিষয়টি দেশবাসীর নিকট শুধু হাস্যকরই নয়, সত্যের অপলাপও বটে। কারণ তাঁর প্রতিটি কথা ও কাজ প্রকাশ্য এবং নিয়মতান্ত্রিক। তিনি গণতন্ত্র এ নিয়মতান্ত্রিকতার বাইরে কখনো কোনো কথা বলেন না।

বিবৃতিতে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, জঙ্গিবাদের সাথে ডা. শফিকুর রহমান ও জামায়াতের সংশ্লিষ্টতা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। দেশবাসী মনে করে, জামায়াতকে কোনোভাবেই দমাতে না পেরে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আনার অপচেষ্টা চালানো হচ্ছে। তথাকথিত জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি গভীর ষড়যন্ত্রের অংশ। সরকারের মদদপুষ্ট এক শ্রেণির সংবাদপত্র হাস্যকরভাবে ডা. শফিকুর রহমান ও জামায়াতকে জঙ্গিবাদের সাথে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, ডা. শফিকুর রহমান এবং জামায়াতে ইসলামী কখনো কোনো ষড়যন্ত্র ও দূরভিসন্ধিতে বিশ্বাস করে না। কোনো ধরনের জঙ্গিবাদের সাথে ডা. শফিকুর রহমান এবং জামায়াতের কোনো সংশ্লিষ্টতা এবং কোনো গোপণ তৎপরতা নেই। জামায়াতে ইসলামী কখনো কোনো জঙ্গি সংগঠনকে ফান্ডিং করে না। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বাংলাদেশের সংবিধান মেনে ও জামায়াতের গঠনতন্ত্রে বর্ণিত পদ্ধতি অনুযায়ী জামায়াতের সকল কর্মকান্ড পরিচালনা করে আসছেন। তাঁর এবং জামায়াতের সকল কর্মকান্ড প্রকাশ্য ও সুষ্পষ্ট।