আমীরে জামায়াত

2022-02-19

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আয়োজিত ইউনিট সভাপতিদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত

নিয়মিত দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ মানুষের সামনে তুলে ধরতে হবে

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আদর্শ সমাজ বিনির্মাণ এবং দেশের মানুষের মুক্তির জন্য ইউনিটির সভাপতিদের অপরিহার্য ভূমিকা পালন করতে হবে। কারণ অকার্যকর রাষ্ট্র ব্যবস্থা এবং দুর্নীতি পরায়ণ প্রশাসন দ্বারা দেশের মানুষের মুক্তি মিলবে না। এই জন্য নিয়মিত দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ মানুষের সামনে তুলে ধরতে হবে এবং জাতি গঠনের জন্য জামায়াতে ইসলামীর কার্যকর ভূমিকা মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরতে হবে।

শুক্রবারে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত ইউনিট সভাপতিদের ভার্চুয়াল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমীরে জামায়াত।

ডা: শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশের জনগণকে সোচ্চার করতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি কুরআন-হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যায়নের মাধ্যমে নিজেকে আদর্শ মুসলিম হিসেবে সমাজের মানুষের মাঝে উপস্থাপিত করতে হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মঈন উদদীন আহমদের সভাপতিত্বে ও মহানগর সংগঠনের সেক্রেটারি মাওলানা আবু নকিবের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি আবু আব্দুল্লাহ ও মো: জামাল হোসেন, বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, সাইফুদ্দিন মনির ও এইচ এম নাসির উদ্দীন প্রমুখ।

আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মানুষের মুক্তির জন্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ইউনিট সভাপতিদের প্রস্তুত থাকতে হবে।

আমীরে জামায়াত আরো বলেন, ইসলামে প্রতিশোধের কোনো দৃষ্টান্ত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অমানবিক নির্যাতনের পরেও সকলকে ক্ষমা করে দিয়ে একটি সুমহান আদর্শ সমাজ বিনির্মাণ করেছিলেন। জামায়াতে ইসলামের উপর নির্যাতন নিপীড়নকে ভুলে দেশের কল্যাণে কাজ করতে হবে বলে তিনি সকলকে নির্দেশ প্রদান করেন।

বিশেষ অতিথি সাইফুল আলম খান মিলন বলেন, আদর্শ মানুষ হিসেবে নিজেকে পেশ করতে হবে। মানুষের বিপদে আপদে ও দুঃখ-কষ্ট সহযোগিতার হাত বাড়াতে হবে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, শয়তান আল্লাহর কাছে মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর কাছে যে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল সেই ষড়যন্ত্র এবং সরকার ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে।

সভাপতির বক্তব্যে মহানগর আমীর মাওলানা মঈন উদ্দিন আহমেদ দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে সম্মেলনে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং নেতৃবৃন্দের বক্তব্য অনুযায়ী নিজের দায়িত্ব আগামী দিনে আরো আন্তরিকতার সাথে পালন করার সকলকে অনুরোধ জানান।