আমীরে জামায়াত

2022-02-08

কুরআন-হাদিসের বিশেষ জ্ঞান অর্জনের পাশাপাশি দুনিয়াবি জ্ঞানেও আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে

-ডা. শফিকুর রহমান

আমাদের মাতৃভূমি বাংলাদেশ মহান আল্লাহর দান। দলমত-জাতি-ধর্ম নির্বিশেষে সকলের এ দেশকে ভালোবাসতে হবে এবং মানবসেবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। আমাদেরকে কুরআন-হাদিসের বিশেষ জ্ঞান অর্জনের পাশাপাশি দুনিয়াবি জ্ঞানেও দক্ষতা অর্জন করতে হবে।

৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চল কর্তৃক আয়োজিত উপজেলা ও থানা আমীর শিক্ষা শিবির অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহর প্রতি হক আদায় করে ও আন্তরিকতার সাথে তাঁর ইবাদতে বিশেষভাবে মনোযোগী হতে হবে। আল্লাহর রাসূলের সাহাবিরা যেমন বদর, ওহুদ ও খন্দক যুদ্ধে রুহানি শক্তি দিয়ে বাতিলের মোকাবিলা করেছিলেন, তেমনি আমাদেরকেও রুহানি শক্তি অর্জন করতে হবে। দেশের উত্তর অঞ্চলের মানুষ বেশিরভাগই ইসলামপন্থী। এসব আল্লাহভীরু মানুষকে দ্বীন প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে। ইসলামি দলগুলোর মধ্যে চিন্তার ঐক্য গড়ে তুলতে হবে।”

তিনি আরো বলেন, “বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের কাজ করতে হবে। তবে অশ্লীলতা এবং বেহায়াপনা পরিহার করে চলতে হবে। বিরোধী মতের জবাব শালীন ভাষায় এবং সম্মানের সাথে দিতে হবে।”

রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আবুল হাসেম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী শাখা জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলার আমীর মাওলানা আবুজর গিফারি, নাটোর জেলার আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, রাজশাহী পশ্চিম ও পূর্ব জেলা আমীর যথাক্রমে অধ্যাপক আব্দুল খালেক ও জনাব রেজাউর রহমান। নওগাঁ পূর্ব ও পশ্চিম সাংগঠনিক জেলার আমীর যথাক্রমে জনাব রাকিবুল ইসলাম ও জনাব মঈনুদ্দিনসহ আরো স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।