আমীরে জামায়াত

2021-12-24

অ্যালকোহল উন্মুক্ত করার প্রস্তাব সংসদীয় কমিটিতেঃ তীব্র নিন্দা জানাই…

-ডা. শফিকুর রহমান

মাদকের বিকল্প অ্যালকোহল, মদ ও বিয়ারের উপর ট্যাক্স কিছুটা ছাড় দিলে ড্রাগ সেবন কিছুটা কমতে পারে এমন প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

একটা রাষ্ট্রের কতটুকু নৈতিক অধপতন হলে মাদকের মতো একটা স্পর্শকাতর বিষয়ে উন্মুক্ত করার কথা আসে। যেখানে শরীয়তের দৃষ্টিতে মাদক সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। এমনিতেই সমাজের যে অধ:পতন তার ওপর মাদকজাত দ্রব্য এভাবে উন্মক্ত করার চিন্তা করলে দেশ আরো কঠিন খারাপ অবস্থার দিকে যেতে থাকবে। আসলে সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে সেই ভূত তাড়াবে কে?

কোন এক টেবিলে দু’জন বসে পারস্পরিক কথা বললেও আইনশৃংখলা বাহিনী সেটা খুজে বের করে রাষ্ট্রবিরোধী কল্পকাহিনী সাজিয়ে ফেলে। আর এখন মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সেটা উন্মুক্ত করার কথা চিন্তা করে সরকার। তাহলে কিছুদিন পর দেখা যাবে যেনা-ব্যাবিচার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সেটাও উন্মুক্ত করার কথা ভাবতে শুরু করবে! যা খুবই নিন্দনীয় এবং যুব সমাজকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে।

সরকারের এইসব অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক