আমীরে জামায়াত

2021-07-08

দেশের স্বাস্থ্য বিভাগে যেন ভূমিকম্পের অস্থিরতা চলছে! মুক্তির পথ কি?

-ডা. শফিকুর রহমান

গত বছর করোনা পরিস্থিতির সূচনালগ্ন থেকেই সমন্বয় ও সিদ্ধান্তহীনতা, সীমাহীন অনিয়ম ও দুর্নীতি আর চরম অব্যবস্থাপনার মধ্য দিয়েই দেশ চলছে। তার কোন উন্নতির লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না।
 
মাস্ক ও পিপিই কান্ডের পর অসংখ্য দুর্নীতির খবর প্রতিনিয়তই প্রায় প্রচার মাধ্যমে উঠে আসছে। টিকা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। বিভিন্ন বিষয়ে গৃহিত সিদ্ধান্ত যখন তখন পরিবর্তন করা হয়েছে। তাছাড়া অক্সিজেন ও আইসিইউ বেডের সংকট তো লেগেই আছে। সর্বশেষ এ অধ্যায়ে যুক্ত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ৪৩টি প্রজ্ঞাপনে জারি করা অফিস আদেশে বিভিন্ন মেডিকেল কলেজ ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৩০০ চিকিৎসককে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের করোনা ইউনিটে বদলি ও পদায়ন আদেশ। যে তালিকায় রয়েছেন মৃত এবং অবসরে যাওয়া চিকিৎসকবৃন্দও!
 
বিশেষ করে দুনিয়া থেকে চলে যাওয়া কোন কোন চিকিৎসক বর্তমান সময়ে করোনা চিকিৎসার দায়িত্ব পাচ্ছেন! এ সংবাদ প্রচারিত হওয়ার পরে জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। পরে স্বাস্থ্য বিভাগ জারিকৃত প্রজ্ঞাপন স্থগিত করতে বাধ্য হয়।
 
এখন প্রশ্ন হলো, স্বাস্থ্য বিভাগে কি আপডেট কোন ডাটা নেই? নাকি জনবল এবং উপায়-উপকরণের অভাবে স্বাস্থ্য বিভাগ নিজেই অসুস্থ। আদৌ কি এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোন পথ আছে?
 
অসহায় এ জাতির জন্য আল্লাহ্‌ তা’য়ালাই একমাত্র ভরসা। আসুন, মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের কাছেই বেশি করে ধরনা দেই।