আমীরে জামায়াত

2021-07-03

আবারও ফিলিস্তিনে ইসরাঈলের বর্বর হামলা...

-ডা. শফিকুর রহমান

অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে এবং অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে ফিলিস্তিনের পশ্চিম তীরে যখন জনগণ শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলো তখন দখলদার ইসরাঈলি বাহিনী বর্বর হামলা চালায়। এতে অন্তত ১৫০ জন ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হন এবং আহত ফিলিস্তিনিদের নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সের ভেতর একটি টিয়ারশেল ঢুকে যায়। এ ছাড়া ৭৯ জন টিয়ারগ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

এই বর্বর হামলার শুধু নিন্দা জানানোই নয় বরং তার যথার্থ প্রতিবাদ ও প্রতিরোধের লক্ষ্য স্থীর করা উচিত। তা না হলে শুধু ফিলিস্তিনই নয়, আশেপাশের কোনো মুসলিম দেশই এই আগ্রাসন এবং বর্বরতার হাত থেকে রক্ষা পাবে না। ফিলিস্তিনের এই অবস্থা দেখার পরেও যারা চুপ করে আছে, তারা প্রকারান্তরে নিজের বিবেকের সাথেই প্রতারণা করছে।

যারা আহত হয়েছেন আল্লাহ্‌ তা’য়ালা তাদের দ্রুত সুস্থ করে দিন এবং আহত ভাইদের এই রক্ত থেকে আল্লাহ্‌ রাব্বুল আলামীন গণজাগরণ সৃষ্টি করে দিন। আমীন।।

Israel resumes its brutal attack against Palestine

Israeli security forces carried out the brutal attack when the Palestinians were organizing peaceful demonstration in the West Bank against the unjustified occupation and illegal settlement of the Israeli authorities. At least 150 Palestinian protesters became injured in this attack. A tear shell entered into ambulance while it was carrying the injured people. At that time, 79 Palestinians became severely sick due to tear gas.

It is not enough to protest this attack. Rather a certain target of accurate protest and resistance should be finalized. Otherwise, not only Palestine, but the neighboring countries will not be spared from such aggression and brutalities. The quarters, which are remaining silent even after watching this inhuman condition of the Palestinians, actually they deceiving with their conscience.

May Allah bless the injured with quick recovery and spark a mass upsurge from the drop of blood of our injured brothers.

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক