আমীরে জামায়াত

2021-01-25

টিকার ব্যাপারে সরকারের স্বাস্থ্য বিভাগের ভূমিকা মানুষের মনে সংশয় ও ভীতি সঞ্চার করছে নাতো?

-ডা. শফিকুর রহমান

টিকা গ্রহণকারী প্রতিটি ব্যক্তিকে টিকার সকল ক্রিয়া-প্রতিক্রিয়ার দায়ভার নিজের কাঁধে নিয়েই টিকা নিতে হবে। টিকা প্রদানের পূর্বে অনেকগুলো শর্তযুক্ত একটি ফরম সবাইকে পূরণ করতে হবে। কার্যত যা একটি মুচলেকা। আর এই ফরমের শর্তগুলো পূরণ করলে টিকা গ্রহণকারী ব্যক্তির উপর টিকার সমুদয় দায়ভার বর্তাবে। এর কোনো দায় টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিংবা সরকার বহন করবে না।

সরকার টিকা গ্রহণকারীদেরকে অনেকগুলো শর্ত দিয়ে টিকা নেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছে, তাতে তো সংশয়-সন্দেহ দূর হওয়া দূরের কথা নতুন করে ভীতি সঞ্চার হওয়ার আশঙ্কা দেখা দিবে। কি আজগুবী এই ব্যবস্থাপনা!

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক