আমীরে জামায়াত

2020-10-06

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর ইমামতিতে এডভোকেট শেখ আনসার আলীর জানাজা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বর্ষীয়ান জননেতা এডভোকেট শেখ আনসার আলী আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত ও মস্তিস্কের রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মরহুম শেখ আনসার আলীর জানাজার নামাজ আজ বাদ মাগরিব রাজধানীর বিজয়নগরের বটতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাযে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। জানাজা পুর্ব সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। জানাজায় আরোও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, লস্কর মোহাম্মদ তসলিম, কবির আহমেদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিনের সভাপতি আব্দুস সালাম প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।