নিউজিল্যান্ডের মসজিদে বর্বরোচিত হামলা ও সব ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর বোর্ড বাজার এলাকায় নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে এক বিরাট শান্তি মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকাসমূহ প্রদিক্ষণ করে। এসময় তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানে মুখর হয়ে ওঠেন।
শান্তি মিছিলে আরো অংশগ্রহণ করেন, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, টঙ্গি পশ্চিম থানা জামায়াতের আমীর মুহাম্মদ কামরুজ্জামান খান, টঙ্গি পূর্ব থানা জামায়াতের আমীর মোঃ মুহিউদ্দিন, গাছা থানা জামায়াতের আমীর হাফেজ মোতালিব হোসেন মন্ডল, কোনাবাড়ী থানা জামায়াতের আমীর জিয়াউর রহমান, মহানগর শিবির নেতা জহিরুল ইসলাম, শাকের ও নেতৃবৃন্দ।