আরও

২৪ জুলাই ২০১৪, বৃহস্পতিবার

ফিলিস্তিনে অব্যাহতভাবে ইসরাইলীদের গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারী মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলী বাহিনীর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চলছে। ঘাতকদের বুলেটের লক্ষ্য থেকে রেহাই পাচ্ছে না নিরাপরাধ নারী ও শিশুরা। ইসরাইলী হায়েনারা গাজার হাসপাতালগুলোকেও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ফলে অগণিত মানুষ শাহাদত বরণ করছেন। আহত হচ্ছে হাজার হাজার মানুষ। ক্রমেই লাশের সারি প্রলম্বিত হচ্ছে। তিনি অবিলম্বে গাজায় হামলা বন্ধ ও গণহত্যা বন্ধে, জাতিসংঘ, ও আই সি ও আরব লীগসহ বিশ্বসংস্থা ও বিশ্ববাসীকে সোচ্চার ভূমিকা পালনের আহবান জানান।

তিনি আজ রাজধানীতে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত ফিলিস্তিনে অব্যাহতভাবে ইসরাইলীদের গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনী বন্দীদের নিঃশর্ত মুক্তি ও জাতিসংঘের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার দাবীতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে একথা বলেন। বিক্ষোভ মিছিলটি সিটি কলেজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলাবাগাতে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মু. রেজাউল করিম, ঢাকা মহানগীর কর্মপরিষদ সদস্য এ এস এম আলাউদ্দীন, মাওলানা দেলাওয়ার হোসাইন, হাজারীবাগ থানা আমীর শেখ শরীফ উদ্দীন আহমদ, কলাবাগান আমীর মোশাররফ হোসাইন, মিরপুর পশ্চিম আমীর মাহফুজুর রহমান, পল্লবী থানা আমীর আব্দুস সালাম, ভাষানটেক আমীর সোলাইনমান হোসেন, মোহাম্মদপুর আমীর জিয়াউল হাসান, ধানমন্ডি আমীর এ্যাডভোকেট জসিম উদ্দীন তালুকদার, নিউমার্কেট আমীর অধ্যাপক নূর নবী মানিক, রূপনগর আমীর আব্দুল্লাহ আল মাহমুদ, মিরপুর পূর্বের ভারপ্রাপ্ত আমীর জসিম উদ্দীন, শিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সভাপতি মুজাহিদুল ইসলাম ও ঢাকা কলেজ সভাপতি নাজিম উদ্দীন প্রমূখ।

সেলিম উদ্দীন বলেন, ইসরাইলী বর্বরতায় গাজা উপত্যকা এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। হামলা চালানো হচ্ছে আকাশ ও স্থল পথে। ঘাতকদের আক্রমণের লক্ষবস্তুই হলো বেসামরিক জনপথ ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো। এ পর্যন্ত শহীদদের প্রায় সকলেই বেসামরিক লোক। ফলে গাজা উপত্যকায় সীমাহীন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মূলত ইসরাইলী ঘাতকরা ফিলিস্তিনিদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করে তাদেরকে নিজ পিতৃভূমি থেকে উৎখাত করে নিজেদের দখলদারিত্ব কায়েম করতে চায়। এমতাবস্থায় অবিলম্বে গাজায় ইসরাইলী বর্বরতা বন্ধ, বন্দি ফিলিস্তিনীদের মুক্তি ও ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করা জরুরী। তিনি হামলা বন্ধ, বন্দি মুক্তি ও ফিলি্িস্তনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে জাতিসংঘ ও ও আই সিসহ বিশ্বের শান্তিকামী রাষ্ট্রসমূহের প্রতি উদাত্ত আহবান জানান।

এছাড়াও চট্রগ্রাম, রাজশাহী, খুলনা বরিশাল, রংপু্‌র, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, নওগাঁসহ সারা দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী পালিত হয় ।