ফিলিস্তিনের গাজায় ইসরাইলীদের বর্বর হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ১৬ আগস্ট সারা দেশে কালো পতাকা মিছিল সফল করায় ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মী এবং দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৬ আগস্ট নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
“ফিলিস্তিনের গাজায় ইসরাইলীদের বর্বর হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ১৬ আগস্ট সারা দেশে কালো পতাকা মিছিল সফল করায় আমি ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মী এবং দেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের জনগণ কালো পতাকা মিছিল সফল করে ইসরাইলীদের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়েছে। ফিলিস্তিনের জনগণ স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে যুদ্ধ করছে বাংলাদেশের জনগণ তার প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ করেছে।
ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও শান্তিকামী রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি।”