আরও

১৩ আগস্ট ২০১৪, বুধবার

তুরস্কের রাষ্ট্রদূত মি: হুসেইন মুফতুগলু’র সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ ১৩ আগস্ট দুপুরে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি: হুসেইন মুফতুগলু’র সাথে তুরস্কের দূতাবাসে গিয়ে সাক্ষাৎ করেন। এ প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের, কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী সেক্রেটারী জনাব মতিউর রহমান আকন্দ এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সাক্ষাৎকালে তারা প্রথম বারের মত জনগণের প্রত্যক্ষ ভোটে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী রজব তাইয়েব এরদোগানকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে তার নিকট লেখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদের একটি অভিনন্দনপত্র তুরস্কের রাষ্ট্রদূতের হাতে হস্তান্তর করেন।

অভিনন্দন বার্তায় জনাব মকবুল আহমাদ মি: রজব তাইয়েব এরদোগান বিপুল ভোটের ব্যবধানে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানান। জনাব মকবুল আহমাদ আশা প্রকাশ করেন যে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিনি আরো ভালো ভাবে তুরস্কের জনগণের খেদমত করতে সক্ষম হবেন।

তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সাথে তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। তিনি তুরস্কসহ সারা বিশ্বে মানবাধিকার সংরক্ষণ এবং মুসলিম বিশ্বে বিরাজমান সমস্যা সমাধানে বিশেষ করে ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস ও মানবতাবিরোধী ধ্বংসযজ্ঞ বন্ধ করতে কার্যকর ভূমিকা পালন করবেন। তিনি আশা প্রকাশ করেন যে, তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট মি: রজব তাইয়েব এরদোগানের বলিষ্ঠ ও সুযোগ্য নেতৃত্বে তুরস্কের সরকার এবং জনগণ উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। তিনি তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।