আরও

৭ এপ্রিল ২০২৩, শুক্রবার

আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর দখলদার ইসরাইলী বাহিনীর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা

মুসলমানদের পবিত্র আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর দখলদার ইসরাইলী বাহিনীর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৭ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “৫ এপ্রিল বুধবার ভোরে মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান এবং প্রথম কিবলা মসজিদ আল-আকসায় দখলদার ইসরাইলী বাহিনী নামাজরত নিরীহ মুসল্লি এবং বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস ও বর্বর হামলা চালিয়েছে। এ সময় দখলদার বাহিনী টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শতশত মুসল্লি ও বেসামরিক লোকদের মারাত্মকভাবে আহত করে এবং ৩৫০ জনকে গ্রেফতার করে। বর্বর ইসরাইলী বাহিনীর হাত থেকে ছোট ছোট শিশুরাও রেহাই পায়নি। দখলদার বাহিনী আহতদের চিকিৎসার জন্য সেখানে কোনো ডাক্তার ঢুকতে দেয়নি এবং আহতদের হাসপাতালেও নিতে দেয়নি। পবিত্র রমাদান মাসে ইসরাইলী সেনাদের এই হামলা যারপরনাই ন্যক্কারজনক, পৈশাচিক ও নিন্দনীয়। ইসরাইলী বাহিনীর এই বর্বর ঘটনায় গোটা মুসলিম বিশ্বের সাথে আমরাও গভীরভাবে মর্মাহত। আমরা ইয়াহুদীবাদী ইসরাইলী সেনাদের এ পৈশাচিক হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, নিজ নিজ ধর্ম পালন করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু দখলদার ইসরাইলী বাহিনী অধিকৃত ভূখণ্ডে বারবার হামলা চালিয়ে মানুষের মৌলিক রীতি-নীতি, আন্তর্জাতিক মানবাধিকার ও চুক্তি লঙ্ঘণ করেছে। তারা পবিত্র আল-আকসা মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করেছে এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাই অধিকৃত ভূখণ্ডে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রক্ষায় টেকসই ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসার পবিত্রতা রক্ষার জন্য আমরা শান্তিপ্রিয় বিশ্ব সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে দখলদার ইসরাইলী বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা মুসলিম উম্মার প্রতি আহবান জানাচ্ছি।”