সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানানো এবং তাদের নিকট বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১৩ ফেব্রুয়ারি ঢাকাস্থ তুরস্কের দূতাবাসে যান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তুরস্কের দূতাবাসের কর্মকর্তাদের নিকট বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত আমীরে জামায়াত অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আল্লাহ তায়ালা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, তোমরা নেকি ও ভালো কাজের জন্য সহযোগিতা কর এবং অন্যায় ও গুনাহের কাজে সহযোগিতা কর না। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মারা যায়, তারা শহীদের মর্যাদা পায়। তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে যে সমস্ত ভাই-বোন নিহত হয়েছেন, আল্লাহ তায়ালা তাদের শহীদের মর্যাদা দান করুন, আমীন।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সামর্থানুযায়ী বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আমরা আজ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের দোয়া ও ভালোবাসা ঐ সব ভাই-বোনদের জন্য যারা আজ পরিবার-পরিজন হারা এবং শোকাহত। আমরা দোয়া করি আল্লাহ তায়ালা তাদের সবর করার তাওফীক দান করুন। আমীন
তিনি বলেন, আল্লাহতায়ালা সকল দুর্যোগ থেকে মানবজাতিকে হেফাযত করুন। বিশ্ব মুসলিম ও সকল ভাই-বোনদের রক্ষা করুন। মুসলমানদের ঐক্যবদ্ধভাবে একটি পরিবার হিসেবে গোটা দুনিয়ায় ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সকলের পাশে দাঁড়াবার তাওফীক দান করুন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি এবং দূতাবাসের কর্মকর্তাগণ আমাদের এই ভালোবাসার উপহারটুকু সাদরে গ্রহণ করায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাল কিয়ামতের দিন আল্লাহ তায়ালা আমাদের সকলকে জাজায়ে খায়ের দান করুন, আমীন।”