ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার লোক হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৬ ফেব্রুয়ারি এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার লোক হতাহত হয়েছেন এবং হাজার হাজার ঘর-বাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে। ভূমিকম্পে নিহতদের প্রতি আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট দেশের সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, আমি তুরস্ক ও সিরিয়ার এই ভয়াবহ ভূমিকম্পে নিহতদের রূহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আমি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি শীঘ্রই যেন তিনি আহতদের দ্রুত আরোগ্য দান করেন।
আমরা আশা প্রকাশ করছি তুরস্ক এবং সিরিয়ায় জনগণ এ শোক ও সম্পদের ক্ষয়ক্ষতি সহজেই কাটিয়ে উঠতে সক্ষম হবেন।”