বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পিতা জনাব মিয়া আবদুল হামিদ ১৭ অক্টোবর বেলা ১টায় ৯২ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তাঁর জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন।
শোকবাণী
জনাব মিয়া আবদুল হামিদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৭ অক্টোবর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি (কারাবন্দী) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর সম্মানিত পিতা জনাব মিয়া আবদুল হামিদ ১৭ অক্টোবর বেলা ১টায় রাজধানীর একটি হাসপাতালে মহান মাওলার ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ! তিনি একজন সফল পিতা ছিলেন। তাঁর সকল সন্তানগণ মহান আল্লাহর দ্বীনের পথে অবিচল। আল্লাহ তা'য়ালা কারাবন্দী সেক্রেটারি জেনারেলসহ তাঁর সন্তান-সন্ততিদেরকে মরহুমের জন্য উত্তম সাদাকাহ হিসেবে কবুল করুন।
শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর কারাবন্দী সন্তানসহ শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।