২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

মাওলানা সিদ্দিকুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য ও গুতুরা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। ২৩ সেপ্টেম্বর বাদ এশা কলমাকান্দা উপজেলার পাবুই নামক গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

শোকবাণী

মাওলানা সিদ্দিকুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৩ সেপ্টেম্বর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা সিদ্দিকুর রহমানের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। ইসলাম প্রতিষ্ঠার তামান্না নিয়ে তিনি ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করেছেন এবং দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।