২৩ আগস্ট ২০২১, সোমবার

মাকসুদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি জনাব মাসুদুল ইসলাম বুলবুলের মাতা মোসাঃ মাকসুদা বেগম ২২ আগস্ট দিবাগত রাত ১টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৯ বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৬ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৩ আগস্ট সকাল ১০টায় কচুয়া উপজেলার বিতারা নামক গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

মোসাঃ মাকসুদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৩ আগস্ট ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মোসাঃ মাকসুদা বেগম ২২ আগস্ট দিবাগত রাত ১টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৯ বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি একজন পরহেজগার ও গুণী মহিলা ছিলেন। আমি মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি, তিনি যেন তাকে ক্ষমা করে দিয়ে শাহাদাতের মর্যাদা দান করেন। আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

অপর এক শোকবাণীতে চাঁদপুর জেলা শাখা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, জেলা নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি, জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া ও অধ্যাপক মাওলানা আবুল হোসাইন গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা মোসাঃ মাকসুদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। মহান রবের নিকট দোয়া করি, তিনি যেন তার ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন। আমরা তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।