আরও

১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ

ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপ রাষ্ট্র হাইতিতে এক শক্তিশালী ভয়াবহ ভূমিকম্পে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ১৭ আগস্ট ২০২১ এক শোকবাণী প্রদান করেছেনঃ-

শোকবাণীতে তিনি বলেন, “হাইতির স্থানীয় সময় ১৪ আগস্ট শনিবার ৭.২ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে। এই ঘটনায় এ পর্যন্ত অন্তত ১,৪১৯ জন লোক নিহত ও ৬৯ হাজার মানুষ আহত হয়েছেন। এতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান ও হোটেলসহ ৮৪ হাজারের বেশি ঘর-বাড়ি ধ্বংস হয়েছে এবং অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন। এই ভয়াবহ ভূমিকম্পে আমি আমার নিজের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হাইতির সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই ভয়াবহ ভূমিকম্পে হাইতির জনগণের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি আশা প্রকাশ করছি হাইতির সরকার ও জনগণ শীঘ্রই এ বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

আমি হাইতির এই ভয়াবহ ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”