১০ জুলাই ২০২১, শনিবার

অধ্যক্ষ নূর মুহাম্মাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য, ঝিনাইদহ জেলা শাখার সাবেক সেক্রেটারি ও ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ নূর মুহাম্মাদ করোনা রোগে আক্রান্ত হয়ে ৯ জুলাই দিবাগত রাত ১টায় ৭৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১০ জুলাই সকাল ১১টায় ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাঁকে ঝিনাইদহ কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

অধ্যক্ষ নূর মুহাম্মাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১০ জুলাই ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বর্ষিয়ান জননেতা অধ্যক্ষ নূর মুহাম্মাদ ৯ জুলাই দিবাগত রাত ১টায় করোনা রোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মর্মান্তিকভাবে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি একজন জনদরদি নেতা ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি তাঁর নিজ এলাকায় বহু উন্নয়নমূলক কাজ করেছেন এবং অসহায় দরিদ্র মানুষের সেবা করে গিয়েছেন।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের সকল খেদমত কবুল করুন। সেই সাথে মহান রবের নিকট বিগলিত চিত্তে দোয়া করছি, তিনি যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।