১১ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার

অধ্যাপক সালেকুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যাপক সালেকুর রহমান ১১ সেপ্টেম্বর বিকাল ৪টায় বার্ধক্যজনিত কারণে ৭০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সাবিলপুর নামক গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


শোকবাণী

অধ্যাপক সালেকুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১১ সেপ্টেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক সালেকুর রহমান ছিলেন ইসলামী আন্দোলনের একজন দাঈ ইলাল্লাহ। তার অক্লান্ত পরিশ্রমে নওগাঁ জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শক্তিশালী সংগঠনে রূপ লাভ করে। তিনি অনেক সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন আর্তপীড়িত অসহায় মানুষের আশ্রয়স্থল। তার ইন্তিকালে উত্তরবঙ্গের মানুষ তাদের একজন অভিভাবক ও দরদি নেতাকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।

আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।