বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ২০১৭-১৮ সেশনের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৪ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
আমি আশা করি সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তাদের বলিষ্ঠ এবং কার্যকর ভূমিকা অব্যাহত রাখবেন।
আমি নির্বাচিত প্রতিনিধিদের সার্বিক সাফল্য কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ তাদের দেশ ও জাতির স্বার্থে আপোষহীন ভূমিকা পালনের তাওফিক দান করুন।”