আরও

৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন

গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে প্রবীণ সাংবাদিক জনাব রুহুল আমীন গাজী সভাপতি ও কাদের গণি চৌধুরী মহাসচিব পদে নির্বাচিত হওয়াসহ তাদের নেতৃত্বাধীন পরিষদ ১৯টি পদে পূর্ণ প্যানেলে বিজয়ী হওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৩০ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, জাতির বর্তমান এ দুর্দিনে সাংবাদিক সমাজ রুহুল আমীন গাজী ও কাদের গণি পরিষদকে পূর্ণ প্যানেলে বিজয়ী করায় আমি সাংবাদিক সমাজকে অভিনন্দন জানাচ্ছি। তাদের এ বিজয় চলমান একদলীয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকা আরো বলিষ্ঠ ও বেগবান করবে।

আমি তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামীন তাদের যোগ্যতাকে আরো বৃদ্ধি করুন, যাতে তারা সাংবাদিক সমাজ এবং দেশের আরো বেশী খেদমত করতে পারে ও জনগণের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।