বরিশাল মহানগরী জামায়াতের আমীর জনাব জহির উদ্দিন মুহাম্মাদ বাবরসহ সারাদেশে ১৬০ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৩০ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামী ও বিএনপিসহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। মহাসমাবেশের কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকার সারাদেশে ব্যাপক হারে ধরপাকড়, তল্লাশি, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি, মামলা-হামলা অব্যাহত রেখেছে। বিরোধীদলের নেতাকর্মীদের বাড়ি-ঘরে, অফিসে, কর্মস্থলে, ব্যবসায় প্রতিষ্ঠানে হানা দিয়ে নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। গ্রেফতারের ভয়ে হাজার হাজার নেতাকর্মী ঘর-বাড়ি ছাড়া। পুলিশ প্রশাসন ও সরকার দলীয় লোকেরা বিরোধী দলের নেতাকর্মীদের নামে-বেনামে শত শত মামলা দিয়ে হয়রানি করছে। গত কয়েক দিনে জামায়াতসহ বিরোধীদলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বরিশাল মহানগরী জামায়াতের আমীর জনাব জহির উদ্দিন মুহাম্মাদ বাবরসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬০ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমি এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের স্বীকার জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে। জামায়াত ও বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশে এবং অন্যান্য বিরোধীদলের সমাবেশে জনতার ঢল দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। জনসমর্থনহীন জালেম সরকার জোর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তীব্র গণআন্দোলনের মুখে যে কোনো সময় ফ্যাসিস্ট জালিম সরকারের পতন ঘটবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, জনগণের দাবি অবৈধ জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। সরকার যত তাড়াতাড়ি এ দাবি মেনে নিবে, দেশের জন্য ততই কল্যাণকর হবে। তাই জনগণের কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিয়ে দেশকে বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
অবিলম্বে জুলুম-নির্যাতন বন্ধ করে বরিশাল মহানগরী জামায়াতের আমীর জনাব জহির উদ্দিন মুহাম্মাদ বাবরসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত ১৬০ জন নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”