বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী সদর উপজেলার কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলার সাবেক সভাপতি রজব আলী মোল্লা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ সেপ্টেম্বর সকাল ৬টায় ২৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি পিতা-মাতা, ১ বোন ও স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় রাজবাড়ী সদরের বারলা হুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাঁকে বারলা হুরিয়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য যে, তিনি মাত্র এক বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
রাজবাড়ী জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নূরুল ইসলাম, ফরিদপুর জেলা আমীর মাওলানা বদরুদ্দিন, রাজবাড়ী জেলা নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার ও সেক্রেটারি আলীমুজ্জামান, ফরিদপুর সদর আমীর মাওলানা সাইয়েদ আহমাদ, রাজবাড়ী জেলা ছাত্রশিবিরের সভাপতি শামীম মোলাø, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি, শহর ছাত্রশিবিরের সভাপতিসহ আশেপাশের কয়েকটি জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বহু মুসল্লি জানাযায় শরীক হন।
শোকবাণী
রজব আলী মোল্লার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৪ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, রজব আলী মোল্লা একজন জনপ্রিয় ছাত্র নেতা ছিলেন। তিনি ছাত্রদের সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিরলস চেষ্টা করে গিয়েছেন। তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল ও অমায়িক ব্যবহারের অধিকারী একজন কোমল হৃদয়ের মানুষ। তিনি বিপদাপদে সব সময় মানুষের পাশে থাকতেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করতেন। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাত্র ২৮ বছর বয়সে মহান রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আমি তাঁর এই মর্মান্তিক ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
অপর এক যুক্ত শোকবাণীতে রাজবাড়ী জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নূরুল ইসলাম, নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার ও সেক্রেটারি আলীমুজ্জামান গভীর শোক প্রকাশ করে বলেন, রজব আলী মোল্লা ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করতেন। তিনি দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে ছবরে জামিল দান করুন।