ঝালকাঠি জেলার সদর উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় মোট ১৭ জন লোক নিহত এবং ২৫ জন লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২২ জুলাই এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, ২২ জুলাই শনিবার সকাল সোয়া ১০টার দিকে ঝালকাঠি জেলার সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ১৭ জন লোক নিহত এবং ২৫ জন লোক আহত হয়। এই মর্মান্তিক হতাহতের ঘটনা খুবই বেদনাদায়ক।
শোকবাণীতে তিনি আরো বলেন, মর্মান্তিক এ বাস দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমি তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আহত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
দুর্ঘটনার কারণ উদঘাটন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”