গুরুতর অসুস্থ সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডলের জন্য দোয়া কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১১ জুলাই এক বিবৃতিতে বলেন, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডল কারাগারে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তাঁর দ্রুত আরোগ্যের উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কায়মনোবাক্যে দোয়া করার জন্য আমি সংগঠন, দেশবাসী এবং প্রবাসী ভাইবোনদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে দ্রুত সুস্থতা দান করুন, আমীন।
বিবৃতিতে তিনি আরো বলেন, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডল প্রায় ৮ বছর যাবত কারাগারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মিথ্যা মামলায় আটক রয়েছেন। তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। কিন্তু যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। গুরুতর অসুস্থ সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডল পরিবারের সান্নিধ্যে থেকে যাতে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করতে পারেন সেজন্য তাঁকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।