গত ১০ জুন বেলা ২টায় ঢাকা মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সমাবেশ সফল করার জন্য ঢাকা মহানগরীর সর্বস্তরের জনগণ, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১২ জুন নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন:-
বিবৃতিতে তিনি বলেন, গত ১০ জুন শনিবার বেলা ২টায় ঢাকা মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সমাবেশ সফল করার জন্য ঢাকা মহানগরীর সর্বস্তরের জনগণ, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।
নানা হুমকি-ধামকি, বাধা-বিপত্তি, প্রতিবন্ধকতা উপেক্ষা করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ঐ সমাবেশে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্তভাবে ব্যাপক অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি এ দেশের জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থন রয়েছে। মহান আল্লাহর মেহেরবানীতে এবং দেশের সর্বস্তরের জনগণের সমর্থন-সহযোগিতা ও দোয়ায় জামায়াতে ইসলামী হাজারা জুলুম-নির্যাতন ও প্রতিবন্ধকতা সত্ত্বেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আল-হামদুলিল্লাহ।
আল্লাহর মেহেরবানীতে আগামী দিনগুলোতেও জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা ও অগ্রগতি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা সর্বাবস্থায় দেশবাসী সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করছি।”