আরও

২৯ মে ২০২৩, সোমবার

রিসেপ তাইয়েপ এরদোয়ান তৃতীয় বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তৃতীয় বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২৯ মে এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

প্রেরিত অভিনন্দন বার্তায় তিনি বলেন, “তৃতীয় বারের মত তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি বাংলাদশ জামায়াতে ইসলামী, বাংলাদেশের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

মুসলিম উম্মাহ প্রত্যাশা করে আপনার গতিশীল নেতৃত্ব বিরাজমান সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সম্পর্ক উন্নয়নে আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও প্রেসিডেন্ট হিসেবে আপনার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।

মহান আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন।”