বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের চৌদ্দগ্রামের নিজ বাড়িতে হামলা, ভাঙচুর ও নারকীয় তান্ডবতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৬ মে নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “বর্তমান অনির্বাচিত ও অবৈধ সরকার গত ১৪ বছরের শাসনামলে মানুষের সকল অধিকার একে একে ধ্বংস করে দিয়েছে। নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার ও ভোটাধিকার বলতে বাংলাদেশে এখন আর কিছু নেই। সরকার দিশেহারা হয়ে তার সন্ত্রাসী বাহিনীর দ্বারা জামায়াত নেতাদের বাড়িতে হামলা পরিচালনা করছে। এই হামলার শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। ৫ মে রাত আনুমানিক ৯টার দিকে এক দল সন্ত্রাসী বাহিনী ডা. তাহেরের চৌদ্দগ্রামের বাড়িতে ভয়াবহ হামলা চালায়। এ সময় তারা বাড়ির মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাপক ক্ষতি সাধন করে। আমরা সরকারের এই ন্যক্কারজনক ও সন্ত্রাসী তা-বতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে দাবিয়ে রাখা যাবে না। ডা. মোঃ তাহেরের বাড়িতে হামলা করে এই সরকার প্রমাণ করেছে সংবিধান, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের প্রতি তাদের ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ নেই। জামায়াতে ইসলামীর নায়েবে আমীরের বাড়িতে হামলা করে সরকার উস্কানী দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় এবং এরই সূত্র ধরে বিরোধী দলের উপর দমন-পীড়ন চালিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। দেশের জনগণ সরকারের এই ষড়যন্ত্র কখনো বাস্তবায়িত হতে দেবে না, ইনশাআল্লাহ।
তিনি বলেন, ডা. মোঃ তাহেরের বাড়িতে যারা হামলা করেছে তার পাল্টা জবাব দেয়ার ক্ষমতা এবং হিম্মত জামায়াতে ইসলামীর আছে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বাসী। সরকারের উস্কানীর কারণে পরিস্থিতির অবনতি হলে সরকারকেই এর যাবতীয় দায়-দায়িত্ব বহন করতে হবে।
আমরা দেশবাসীকে এই স্বৈরাচারী অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে যারা এই হামলার সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।