রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৬ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “১৫ এপ্রিল শনিবার ভোর পৌণে ৬টার দিকে রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় চারপাশের আকাশ-বাতাস কালো ধোঁওয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং বহু দোকান আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা পণ্য সাজিয়ে রেখেছিলেন। এদিকে নিউ সুপার মার্কেট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ব্যবসায়ীরা বিরাট ক্ষতির সম্মুখীন হলেন। এই ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ ২২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও সমবেদনা জ্ঞাপন করছি।
বিবৃতিতে তিনি আরো বলেন, মাত্র কয়েকদিনের ব্যবধানে রাজধানী ঢাকায় ৩টি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সচেতন দেশবাসী মনে করছেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা খুবই রহস্যজনক এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা সরকারকেই খতিয়ে দেখতে হবে।
বিবৃতিতে তিনি বলেন, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি তারা যেন শীঘ্রই এ বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সাথে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”