আল-জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি ও খ্যাতিমান মুহাদ্দিস আল্লামা মুফতি নূর আহমদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৮ এপ্রিল এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি ও খ্যাতিমান মুহাদ্দিস আল্লামা মুফতি নূর আহমদ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ রাতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবানীতে তিনি আরো বলেন, সর্বজন শ্রদ্ধেয় মুফতি নূর আহমদের ইন্তিকালে আমরা দেশের খ্যাতিমান একজন প্রাজ্ঞ আলেমকে হারালাম। ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে তাঁর অনেক মূল্যবান ভূমিকা রয়েছে। দেশে-বিদেশে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র ও শুভানুধ্যায়ী। তিনি ছিলেন হাজারো আলেমের উস্তাদ। ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।
আল্লাহ্ তাআলা দ্বীনের এই রাহবারকে ক্ষমা করুন, জীবনের সকল নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।