২২ জানুয়ারি ২০২৩, রবিবার

সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সুইডেনের স্টকহোমে পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২২ জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“সুইডেনের স্টকহোমে তুর্কি দ‚তাবাসের সামনে একটি উগ্রপন্থী দলের পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনা গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা ন্যক্কারজনক এ ঘটনায় বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্ন দেশে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় সুইডেনে পবিত্র কুরআন পোড়ানো হয়েছে, যা ধর্মীয় অনুভূতির উপর মারাত্মক আঘাত।

আমরা পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সুইডেন সরকারের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য ওআইসি এবং মুসলিম বিশ্বের প্রতি আহবান জানাচ্ছি।”