আরও

৩ জুলাই ২০২২, রবিবার

মাওলানা আবদুল বারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা আবদুল বারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩ জুলাই ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিসে শূরার সদস্য, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সাবেক আমীর ও শ্যামনগর উপজেলা পরিষদের টানা ৩ বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মাওলানা আবদুল বারী ২ জুলাই শনিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মাওলানা আবদুল বারী ছিলেন আর্ত-মানবতার সেবায় নিবেদিত প্রাণ ব্যক্তি। তিনি নিজ এলাকায় বহু উন্নয়নমূলক কাজ করেছেন এবং অসহায় দরিদ্র মানুষের সেবা করে গিয়েছেন। তাঁর ইন্তিকালে শ্যামনগরবাসী একজন সমাজসেবী হৃদয়বান মানুষকে হারালো। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে।

শোকবাণীতে তিনি বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।