আরও

১৫ মার্চ ২০২২, মঙ্গলবার

এএসএম রফিকুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি কারাবন্দী মাওলানা আনম শামসুল ইসলামের ভাই বিশিষ্ট ব্যাংকার জনাব এএসএম রফিকুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি কারাবন্দী মাওলানা আনম শামসুল ইসলামের ভাই বিশিষ্ট ব্যাংকার জনাব এএসএম রফিকুল ইসলাম (৭২) ১৭ মার্চ মঙ্গলবার ভোর ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন যাবত তিনি শারীরিক বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি পূবালি ব্যাংকের ডিজিএম এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের আন্দরকিল্লা ব্রাঞ্চ এর ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ১ম নামাজে জানাযায় প্যারোলে মুক্তি পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি কারাবন্দী মাওলানা আ ন ম শামসুল ইসলাম জানাযায় অংশ নেন এবং ইমামতি করেন।

শোকবাণীতে তিনি আরো বলেন, জনাব এএসএম রফিকুল ইসলামের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ শুভাকাক্সক্ষী ও পৃষ্ঠপোষককে হারালাম। ইসলামী আন্দোলনে তাঁর অনেক অবদান রয়েছে। তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।