২২ ডিসেম্বর ২০২১, বুধবার

ড. শফিকুল ইসলাম মাসুদের শ্রদ্ধেয় পিতা অধ্যাপক সিরাজ উদ্দিন খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদের শ্রদ্ধেয় পিতা প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সিরাজ উদ্দিন খান বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২২ ডিসেম্বর বিকাল ৫:১০টায় ১০৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৬ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৩ ডিসেম্বর সকাল ১০টায় বাউফল উপজেলার মদনপুরা গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে, ইনশাআল্লাহ।

শোকবাণী

ড. শফিকুল ইসলাম মাসুদের শ্রদ্ধেয় পিতা অধ্যাপক সিরাজ উদ্দিন খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২২ ডিসেম্বর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, আল্লাহর রহমতে অধ্যাপক সিরাজ উদ্দিন খান ইসলামী আন্দোলনের একজন সাহায্যকারী, পৃষ্ঠপোষক ও দ্বীনের পথে নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে ইসলাম অনুসরণকারী ছিলেন। তিনি একজন শিক্ষাবিদ, সমাজসেবক, গুণী মানুষ ও সফল পিতা ছিলেন। তিনি তাঁর সন্তানদেরকে মহান আল্লাহর পথে অবিচল এবং তাদের প্রত্যেককে দ্বীনের জন্য মযবুতভাবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রেখেছেন। আল্লাহ তাআলা সন্তানদেরকে তাঁর জন্য উত্তম সাদাকাহ হিসেবে কবুল করুন। আমি তাঁর ইন্তিকালে গভীরভাবে শোকাহত।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল গভীর শোক প্রকাশ করে বলেন, অধ্যাপক সিরাজ উদ্দিন খান একজন পরহেযগার, দ্বীনের পথে অবিচল ও সমাজদরদি মানুষ ছিলেন। তিনি একজন শিক্ষাবিদ হিসেবে মানুষ গড়ার কারিগর ছিলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।