১৫ নভেম্বর ২০২১, সোমবার

মোঃ রফিকুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসের স্টাফ জনাব মোঃ রফিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে ১৪ নভেম্বর রাত সাড়ে ৮টায় কর্মরত অবস্থায় ৬৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ৪ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৪ নভেম্বর রাত ১২টার দিকে মগবাজারস্থ আল-ফালাহ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের ইমামতিতে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। প্রথম জানাযায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আফম আবদুস সাত্তারসহ বহু মুসল্লী।

শোকবাণী

জনাব মোঃ রফিকুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৫ নভেম্বর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব রফিকুল ইসলাম একজন সহজ সরল সাদা মনের মানুষ ছিলেন। কর্ম জীবনে তিনি তাঁর দায়িত্ব ও কর্তব্য আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। ১৪ নভেম্বর তিনি গাড়ি পার্কিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মহান মা’বুদের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। আমরা তার কর্মময় জীবনে শতভাগ সন্তুষ্ট ছিলাম। মহান রাব্বুল আলামীন তুমিও তাঁর উপর শতভাগ সন্তুষ্ট হয়ে যাও।

শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন, সহকর্মীদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।