জেলা/মহানগরী আমীর স্বীয় জেলা/মহানগরীতে সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলার জন্য দায়িত্বশীল হইবেন এবং তাঁহার কর্তব্য নিম্নরূপ হইবেঃ
১। জামায়াতের দাওয়াত, উদ্দেশ্য ও লক্ষ্য এবং কর্মসূচিকে স্বীয় এলাকায় প্রচার ও তাহা বাস্তবায়িত করিবার জন্য পদক্ষেপ গ্রহণ করা।
২। কেন্দ্রীয় জামায়াতের নির্দেশসমূহ পালন এবং উহার বাজেটে ধার্য অর্থ যথাসময়ে পরিশোধ করিবার ব্যবস্থা করা।
৩। স্বীয় এলাকার অবস্থা ও জামায়াতের কাজ-কর্ম সম্পর্কে কেন্দ্রীয় জামায়াতকে অবহিত করা।
৪। স্বীয় এলাকায় অধঃস্তন জামায়াতসমূহ ও বিভিন্ন দায়িত্বশীলগণকে পরিচালনা করা, তদারক করা এবং তাঁহাদের নিকট হইতে কাজ বুঝিয়া লওয়া।
৫। স্বীয় এলাকায় জামায়াতের উদ্দেশ্য ও লক্ষ্য-সংশ্লিষ্ট কিংবা উহার উপর প্রভাব বিস্তারকারী বিষয়াদির যথাসময়ে খবর লওয়া ও সেই সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
৬। স্বীয় জেলার সদস্যগণের (রুকনগণের) তদারক ও মানোন্নয়নের সার্বিক প্রচেষ্টা চালানো।
৭। এতদ্ব্যতীত অতিরিক্ত যেইসব কর্তব্য ও দায়িত্ব কেন্দ্রীয় জামায়াত হইতে অর্পণ করা হইবে তাহা পালন করা।