আরও

১৭ জুলাই ২০২৪, বুধবার

বগুড়া শহর আমীর ও সেক্রেটারিসহ ৪ জনকে অন্যায়ভাবে জেলে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ- অধ্যাপক মুজিবুর রহমান

বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকসহ ৪ জনকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৭ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া উপশহর থানা জামায়াতের আমীর আব্দুল হামিদ বেগ ও বগুড়া শহর শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। তারা নিম্ন আদালতে জামিন নিতে গেলে তাদের জামিন না দিয়ে জেলে পাঠানো হয়। আমি এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, বগুড়া শহর জামায়াতের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। এ ধরনের রাজনৈতিক হয়রানি আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী।

দেশের আইন ও উচ্চ আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলসহ গ্রেফতারকৃত সবাইকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কতৃর্পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”