৭ জুন ২০২৪, শুক্রবার

নরসিংদী জেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

ঋণ নির্ভর বাজেট দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দেবে- অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “একটানা দীর্ঘদিন যাবৎ দখলদার ডামি সরকার ক্ষমতায় থাকায় দেশের অর্থব্যবস্থাকে ফোকলা করে দিয়েছে। একটার পর একটি ঋণনির্ভর মেঘা বাজেট দেশের অর্থব্যবস্থাকে পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে। ঋণ খেলাপিদের সংখ্যা ও টাকার অংক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেগা প্রকল্পের নামে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারকে উৎসাহিত করছে। নিয়ন্ত্রণহীন নিত্য পণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতা নিঃশেষ করে দিচ্ছে। বেকারত্ব বৃদ্ধি, ব্যাংক থেকে বাছবিচারহীন ঋণ গ্রহণসহ আর্থিক কার্যক্রম দেশের মূল্যস্ফীতিকে আকাশচুম্বী করার পাশাপাশি মানুষের জীবন-যাপনকে কঠিন করে তুলেছে। এ অবস্থায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট মরার উপর খাড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে।”

তিনি আজ ৭ জুন জুমাবার নরসিংদী জেলা জামায়াতের আয়োজনে ইউনিয়ন আমীর/সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আমজাদ হোসাইন-এর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস জামান, আব্দুল লতিফ খান, মাহফুজ ভূঁইয়া, এম এ রহমান, মোস্তাফিজুর রহমান কাউসার, আবুল কাশেম সিকদার মাওলানা সানাউল্লাহসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “সুশাসন, মানবিকতার অনুপস্থিতি, নৈতিক মূল্যবোধহীন শিক্ষা ব্যবস্থা দেশের তরুণ সমাজকে ধর্মহীন করে তুলেছে। পৌত্তলিকতা নির্ভর শিক্ষা ব্যবস্থা এ দেশের মাটি ও মানুষের সাথে যায় না। শিক্ষা ব্যবস্থাকে জনমানুষের চিন্তা চেতনা ও বিশ্বাসের বিপরীত দাঁড় করানো হয়েছে। বিজাতীয় সংস্কৃতির অবারিত অনুপ্রবেশ শিক্ষা ব্যবস্থাকে পৌত্তলিকতার স্বর্গ রাজ্যে পরিণত করেছে। গণতন্ত্র নির্বাসিত। সরকার ঘোষিত নির্বাচনে জনগণ ভোট দিতে যায় না। এটি লজ্জার! ভোটার বিহীন নির্বাচন পরিচালনা করা ইসির অভ্যাসে পরিণত হয়েছে। দেশের জনগণকে জাগতে হবে। দেশে আইনের শাসন, মানবিক মূল্যবোধ, গণতন্ত্র ফেরত আনাসহ বিভিন্ন ইস্যুতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরো বলেন, “গাজায় মানবিকতার মৃত্যু হয়েছে। নির্বিঘ্নে গাজা বাসীকে হত্যা করা হচ্ছে। অন্যায় এ যুদ্ধ বন্ধ করতে হবে ।” তিনি ফিলিস্তিনি মুসলিম জাতিগত নিধনযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানান।”