১১ মে ২০২৪, শনিবার

চট্টগ্রাম অঞ্চল জেলা/মহানগরী কর্মপরিষদ সদস্য সম্মেলন অনুষ্ঠিত

ফিলিস্তিনের গাজায় অবিলম্বে ইসরাইলি নৃশংসতা বন্ধ করতে হবে- ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী যে সংকট ও সংঘর্ষ শুরু হবে, কোন পরাশক্তি তা রোধ করতে পারবে না। ফিলিস্তিনকে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্তের আলোকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দান করা আজ সময়ের বাস্তবতায় পরিণত হয়েছে। রাষ্ট্রের পূর্ণ মর্যাদা না দিয়ে সাময়িক সমাধান নির্যাতিত ফিলিস্তিনবাসীদের সাথে প্রহসন ছাড়া আর কিছুই নয়।”

১০ মে’২৪ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল আয়োজিত জেলা/ মহানগরী কর্মপরিষদ সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী এদেশের মাটি ও মানুষের মনোভাব ও আকাঙ্খাকে বুকে ধারণ করে রাজনৈতিক, সামাজিক ও দ্বীনি কার্যক্রম পরিচালনা করে আসছে। ইসলামী আদর্শ ও চিন্তা-চেতনার ভিত্তিতে পরিচালিত সংগঠনের কর্মসূচি ও কর্মপন্থা বাস্তবায়নে আমরা তথাকথিত কোন শক্তি-অপশক্তির উপর নির্ভর না করে মহান আল্লাহর শক্তিতে বিশ্বাস ও নির্ভরতাকেই প্রাধান্য দিয়ে থাকি। আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে আমরা আপোষহীন।”

তিনি আরো বলেন, “প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ নানা সংকটে নিপতিত। গণতন্ত্র, মানবাধিকার, রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের নূন্যতম মান আজ নেই বললেই চলে। নিয়ন্ত্রিত গণতন্ত্র ও আ'লীগের ফ্যাসিবাদী মনোভাবের কারণে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে যায় না। এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটে পড়বে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হবে। এহেন পরিস্থিতির মুখোমুখি হতে দেশবাসী চায় না।”

সম্মেলনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছান উল্লাহ, অধ্যক্ষ আমিরুজ্জামান, মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যক্ষ নূরুল আমীন, রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম,খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনে,বান্দরবান জেলা আমীর মাওলানা আব্দুস সালাম প্রমুখ।