''পড় তোমার রবের নামে। যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত পিন্ড থেকে। পড় এবং তোমার রব বড়ই মেহেরবান, যিনি কলমের সাহায্যে জ্ঞান দিয়েছেন। মানুষকে এমন জ্ঞান দিয়েছেন, যা সে জানতো না।'' (সূরা আলাক্বঃ ১-৫)
সম্পূর্ণ বুকলেট টি ডাউনলোড করতে পিডিএফ ফাইল থেকেঃ লিঙ্ক