আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বাংলাদেশের ইসলামী জনগণের প্রাণপ্রিয় নেতা। তিনি দেশে ইসলামী সমাজ প্রবর্তন এবং গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে সুপরিচিত, স্মরণীয় ও বরণীয় ব্যক্তিত্ব। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভুমিকা, জোট ভিত্তিক রাজনীতির প্রবর্তন এবং রাজনৈতিক লিয়াজো প্রতিষ্ঠায় ঐতিহাসিক অবদান রাখার জন্য তিনি সুপরিচিত। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও গণমুখী সংগঠন হিসেবে এর গ্রহণযোগ্যতা সৃষ্টির পেছনে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সততা, নিষ্ঠা, কর্মোদ্দীপনা ও দেশপ্রেমের এক অনুপম দৃষ্টান্ত। তার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে¡ সমাজকল্যাণ মন্ত্রনালয় ২০০১-২০০৬ মেয়াদে আলোচিত-প্রশংসিত ও সফল মন্ত্রনালয়ে পরিণত হয়। সেই সময়ে দেশ যখন ৫ বার দুর্নীতিতে শীর্ষ স্থানীয় আখ্যা পায় তখন তিনি ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম।তিনি ছিলেন শতভাগ দুর্নীতিমুক্ত মানুষ। নিতান্ত সহজ-সরল এবং সাধাসিধে জীবন যাপনের অধিকারী এই মানুষটি ইসলামী আন্দোলনকে গণ মানুষের সংগঠনে পরিণত করতে নিরলসভাবে কাজ করে গেছেন।
সম্পূর্ণ বুকলেট টি ডাউনলোড করতে লিঙ্কে যানঃ কভার পেজ ১_২ পেজ ৩_৪ পেজ ৫_৬ পেজ ৭_৮ পেজ ৯_১০ পেজ ১১_১২ পেজ ১৩_১৪ পেজ ১৫_১৬ পেজ ১৭_১৮ পেজ ১৯_২০ পেজ ২১_২২ পেজ ২৩_২৪ পেজ ২৫_২৬ পেজ ২৭_২৮ পেজ ২৯_৩০ পেজ ৩১_৩২