10 January 2017, Tue

জাতীয় কাউন্সিল

১। জাতীয় কাউন্সিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ ফোরাম হিসাবে গণ্য হইবে।
২। জাতীয় কাউন্সিলের সদস্যগণের সরাসরি গোপন ভোটে আমীরে জামায়াত নির্বাচিত হইবেন।
৩। আমীরে জামায়াত, কেন্দ্রীয় মজলিসে শূরার সকল সদস্য (পুরুষ-মহিলা), জেলা/মহানগরী আমীর, জেলা/মহানগরী মজলিসে শূরার সকল সদস্য (পুরুষ-মহিলা) উপজেলা/থানা মজলিসে শূরার সকল সদস্য (পুরুষ-মহিলা) এবং সংগঠনের সদস্য (রুকন) গণের মধ্যে যারা জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌরসভা মেয়র নির্বাচিত হবেন তাদের সমন্বয়ে জাতীয় কাউন্সিল গঠিত হইবে।
৪। আমীরে জামায়াত জাতীয় কাউন্সিলের সভাপতি থাকিবেন।
৫। জাতীয় কাউন্সিলের মেয়াদ হইবে তিন বছর।
৬। আমীরে জামায়াত নির্বাচন এবং কোন বিষয়ে কেন্দ্রীয় মজলিসে শূরার সাথে আমীরে জামায়াতের মতানৈক্য হইলে উক্ত বিষয় মীমাংসা করা হইবে জাতীয় কাউন্সিলের প্রধান দায়িত্ব ও কর্তব্য।