প্রধান সংবাদ

আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান

-মাওলানা এটিএম মা’ছুম

১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ৯:৪৩

নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘোষিত অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “নির্বাচন কমিশন একতরফা গণবিরোধী তফসিল ঘোষণা করে দেশকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। দেশের বৃহৎ রাজনৈতিক দলসমূহ একদলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। তথাকথিত নির্বাচন কমিশন ফরমায়েসি তফসিল ঘোষণা করে ভোটারবিহীন নির্বাচনের ব্যবস্থা করে আওয়ামী লীগের বিজয়ের পথ সুগম করেছে। ফরমায়েসি তফসিল এবং সরকারের একদলীয় সাজানো নির্বাচনের প্রতিবাদে বিরোধী দল আন্দোলন করছে। আন্দোলনে সংগ্রামী জনতার ব্যাপক অংশগ্রহণ দেখে জালিম সরকার ভীত হয়ে সারাদেশে গণগ্রেফতার ও পুলিশি হয়রানি অব্যাহত রেখেছে।


ডা. শফিকুর রহমান

আমীরে জামায়াত

মিলিত হোন সম্মিলিত লক্ষ্যপানে

আমি বিশ্বাস করি যে, দেশে শান্তি-শৃঙ্খলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন-ক্ষমতা ধার্মিক, চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরণের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিক ভাবে সমর্থন করি।

রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামায়াতে ইসলামীর সহিত সযোগীতা করিব।

আমার জীবনকে নৈতিক দিক দিয়া উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব।